বাগেরহাটের মোংলায় হয়রানি ও ষড়যন্ত্রের মাধ্যমে এলাকার বিভিন্ন উন্নয়ন কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মিঠাখালী ইউপি চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল। শনিবার দুপুরে মোংলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ইউপি চেয়ারম্যান।
তিনি বলেন, মিঠাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মো. ইস্রাফিল হাওলাদার তাকে এলাকায় কাজ করতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন বলে অভিযোগ করেন।
চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল সংবাদ সম্মেলনে বলেন মোংলা উপজেলা যুবলীগের সভাপতি মো. ইস্রাফিল হাওলাদার এক সময়ে শিবির নেতা ছিলেন।
এদিকে মিঠাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মো. ইস্রাফিল হাওলাদার তার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে করা অভিযোগ অস্বিকার করে বলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল একজন দুর্নীতিবাজ ব্যাক্তি। ইউনিয়নে রেশন কার্ড বিতরণসহ নান দুর্নীতি করায় ইতিমধ্যে এলাকার মানুষ চেয়ারম্যান উৎপলের বিচার দাবীতে এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন।
news24bd.tv/আজিজ