মালদ্বীপ ও পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে এক পা দিয়েই রেখেছিল বাংলাদেশ। আজ শনিবার নারী সাফ চ্যাম্পিয়নশিপে ভারত মালদ্বীপকে ৯-০ গোলে উড়িয়ে দেয়ার পর তারা যেমন নিজেদের শেষ চার নিশ্চিত করে, তেমনি নিশ্চিত হয় বাংলাদেশেরও।
আজ দুপুরে দশরথ স্টেডিয়ামে পাকিস্তানকে ৬-০ গোলে হারায় বাংলাদেশ। এর আগে, আসরে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়েছিল সাবিনারা।
বাংলাদেশ-ভারতের সেমিফাইনাল নিশ্চিত হওয়ায় গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়েছে পাকিস্তান ও মালদ্বীপের।
কিন্তু বাংলাদেশ-ভারতের লড়াই গুরুত্ব পাচ্ছে অন্য কারণে। কেননা এই ম্যাচ দিয়েই নির্ধারণ হবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কারা যাবে সেমিফাইনালে। ওই ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ভারত ড্র করলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় ভারত গ্রুপ সেরা হয়ে সেমিফাইনাল খেলবে। গ্রুপ সেরা হয়ে পরের রাউন্ডে যেতে তাই জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে।
গ্রুপ সেরা হতে পারলে সেমিফাইনালে স্বাগতিক নেপালকেও এড়াতে পারার সম্ভাবনা থাকবে বাংলাদেশের। গ্রুপ বি এর শেষ ম্যাচে নেপাল সোমবার খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে।
news24bd.tv/সাব্বির