গাইবান্ধা-৫ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে শূন্য ঘোষণা করা হয় এই আসন। উপ-নির্বাচনে এই আসনে ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপনকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।
এর মাধ্যমে সংসদ সদস্য হওয়ার পথে এক ধাপ এগিয়ে গেলেন ছাত্রলীগের সাবেক এ সভাপতি। রিপন ২০০৬ সালে ছাত্রলীগের সভাপতি হয়েছিলেন, ছিলেন ২০১১ সাল পর্যন্ত।
শনিবার শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা হয়। সভায় গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুল হাসান রিপনকে মনোনয়ন দেয়।
উল্লেখ্য, এই আসনে ফজলে রাব্বী মিয়ার মেয়ে, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলীও মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
news24bd.tv/FA