ফেসবুকে সাহায্যের আবেদন, পাশে দাঁড়ালেন সিএমপি কমিশনার

সংগৃহীত ছবি

ফেসবুকে সাহায্যের আবেদন, পাশে দাঁড়ালেন সিএমপি কমিশনার

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ফেসবুক পেজে তিন মেয়ের লেখাপড়ার জন্য এক মায়ের সাহায্যের আবেদনে সাড়া দিয়েছেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়। শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে তাদের হাতে এক বছরের শিক্ষা উপকরণ এবং এক বছরের শিক্ষার খরচ বাবদ নগদ অর্থ তুলে দেন তিনি ।

পরে সিএমপির ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ বিষয়ে জানানো হয়।  

ওই পোস্টে উল্লেখ করা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেজে কমেন্ট করে নগরের এক অসহায় মা তার তিন মেয়ের পড়ালেখার সাহায্যের জন্য আকুতি জানিয়েছিলেন।

ওই মা জানান, তিন মেয়ের পড়ালেখার খরচ চালাতে মানুষের কাছে হাত পাততে হচ্ছে তাকে। সেই আবেদন দৃষ্টিগোচর হওয়ার সঙ্গে সঙ্গে সিএমপি কমিশনার ওই পরিবারের খোঁজ নিতে বলেন। পরে ওই পরিবারের খোঁজ নিয়ে তাদের হাতে এক বছরের শিক্ষা উপকরণ এবং এক বছরের শিক্ষার খরচ বাবদ নগদ অর্থ সহায়তা তুলে দেন সিএমপি কমিশনার।  

স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন এই কার্যক্রমে সহায়তা করে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এডিসি (জনসংযোগ) আরাফাতুল ইসলাম।

news24bd.tv/ইস্রাফিল