ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪৭টি কেন্দ্রে ২৬৫টি বুথের মাধ্যমে ভোট নেওয়া হচ্ছে।
জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, দীর্ঘ ১১ বছর পর মামলা জটিলতাসহ নানা প্রতিবন্ধকতা কাটিয়ে ঝিনাইদহ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
জেলা নির্বাচনি কর্মকর্তা আব্দুস ছালেক জানান, নির্বাচনে ৮২ হাজার ৬৯৫ ভোটার তাদের
ভোটাধিকার প্রয়োগ করবেন।
তিনি জানান, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে ১৮ জন নির্বাহী এবং তিন জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে ৫ প্লাটুন বিজিবি, ৪৪০ স্ট্রাইকিং
ফোর্স, ৪২৩ জন আনসার সদস্য মোতায়ন করা হয়েছে। ভোট কেন্দ্রের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।
news24bd.tv/ইস্রাফিল