রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বিজি প্রেসের সামনের রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় আলী হোসেন নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। সে সরকারি বিজ্ঞান কলেজের দশম শ্রেণির ছাত্র।
রোববার (১১ সেপ্টেম্বর) সকাল পৌনে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ও নিয়ে যাওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের ঢামেকর ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, সকালে তেজগাঁও শিল্পাঞ্চল থানার বিজি প্রেসের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটেছে। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
news24bd.tv/আলী