দেশে একটা গৃহপালিত পার্লামেন্ট আছে। সেখানে দেশের মানুষের সমস্যার কথা শোনা হয় না। সেখানে চলে তোষামোদি। সেখানে সবাই মিলে একটা মানুষকে তোষামোদ করে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার খালেদা জিয়ার মুক্তির দাবিতে ডাকা এক জনসভায় এ কথা বলেন ফখরুল। এসময় তিনি বলেন, গুম খুন করে সরকার ক্ষমতায় টিকে আছে। এটা রাজতন্ত্র নয়, এটা পরিবারতন্ত্রও নয়। এটা একটা দেশ।
তিনি বলেন, বিচার বিভাগতে তারা দলীয়করণ করে ফেলেছে। শেখ হাসিনার ক্ষমতায় কোন ধরণের নির্বাচনে যাবে না বিএনপি। এসময় তিনি প্রশ্ন করেন- ইভিএম কী? ভোট কী? পরিষ্কার করে বলছি, হাসিনার সরকার ক্ষমতায় থাকলে নির্বাচন হবে না।
ফখরুল অভিযোগ করেন, সরকার নতুন পায়তারা শুরু করছে। ইভিএমে নির্বাচন হবে। এটা ভোটচুরির নতুন কৌশল। নিজেরা ভোট দিলে চলবে না। জনগণের ভোট লাগবে। দেশে একটা পার্লামেন্ট আছে তবে সেখানে বিরোধী দল নেই। সেখানে মানুষের সমস্যা শোনা হয় না। চলে তোষামোদি।
ফখরুল বলেন, বিচার বিভাগ দলীয় হেয়ে গেছে। বেআইনিভাবে চলে সব। বেগম জিয়ার ২ কোটি টাকার মামলা আট কোটি হয়েছে। তাকে যে মামলায় সাজা দেয়া হয়েছে সেটা কোন মামলাই নয়। বেগম জিয়া অসুস্থ। তাকে চিকিৎসকরা ভালো চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়ার কথা বলেছেন। সরকার তাকে বাইরে যেতে দিতে ভয় পায়। এ জন্য তার চিকিৎসা আটকে আছে। তারেক জিয়াকে দেশে আসতে দিচ্ছে না। তারা ভয় পায় ক্ষমতা হারানোর।
ফখরুল আরও বলেন, নারায়ণগঞ্জে চাইনিজ রাইফেল দিয়ে শাওনকে হত্যা করলো। আমরা জানতে চাই ঐ রাইফেল সে কোথায় পেলো। সরকার দিয়েছে? প্রশাসন দিয়েছে?
news24bd.tv/FA