এমপি লিটন হত্যা, মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী গ্রেফতার

সংগৃহীত ছবি

এমপি লিটন হত্যা, মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী গ্রেফতার

অনলাইন ডেস্ক

বহুল আলোচিত গাইবান্ধার সুন্দরগঞ্জের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকাণ্ডের প্রধান সমন্বয়কারী ও ইন্টারপোলের রেড নোটিশ জারি করা মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি চন্দন কুমার রায়কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সাতক্ষীরার ভোমরা এলাকা থেকে রোববার (১১ সেপ্টেম্বর) তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকাণ্ডের প্রধান সমন্বয়কারী ছিল গ্রেফতারকৃত চন্দন কুমার রায়।

তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের শাহবাজ গ্রামের মাস্টারপাড়ার বাড়িতে লিটনকে গুলি করা হয়।

আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ নেওয়া হলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মারা যান তিনি।

এ ঘটনায় অজ্ঞাতপরিচয় পাঁচ-ছয় জনের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন লিটনের বড় বোন ফাহমিদা কাকলী। তদন্ত শেষে আট জনের বিরুদ্ধে ২০১৭ সালের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

লিটনকে গুলি করে হত্যার ঘটনায় ২০১৯ সালে জাতীয় পার্টির সাবেক এমপি আব্দুল কাদের খানসহ সাত আসামির ফাঁসির রায় দেন আদালত। গাইবান্ধার জেলা ও দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। তবে দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে ৬ জন কারাগারে থাকলেও চন্দন কুমার ঘটনার পর থেকেই ধরাছোঁয়ার বাইরে।

news24bd.tv/মামুন