ইরাকে গাড়ি দুর্ঘটনায় ১১ তীর্থযাত্রীর মৃত্যু
ইরাকে গাড়ি দুর্ঘটনায় ১১ তীর্থযাত্রীর মৃত্যু

সংগৃহীত ছবি

ইরাকে গাড়ি দুর্ঘটনায় ১১ তীর্থযাত্রীর মৃত্যু

অনলাইন ডেস্ক

মধ্য ইরাকে এক মিনিবাস দুর্ঘটনায় গাড়ি চালকসহ ১১ জন ইরানী তীর্থযাত্রী মারা গেছে বলে নিশ্চিত করেছে দেশটির একজন স্বাস্থ্য কর্মকর্তা। রোববার বাগদাদের দক্ষিণে বাবিল প্রদেশে তীর্থযাত্রীদের বহনকারী গাড়িটি একটি থামিয়ে রাখা ট্রাকে ধাক্কা দেয়।

প্রাদেশিক স্বাস্থ্য কর্তৃপক্ষের মুখপাত্র আহমেদ আল-জিবউরি জানিয়েছেন, ‘বাগদাদের দক্ষিণে বাবিল প্রদেশে তীর্থযাত্রীদের বহনকারী গাড়িটি পার্ক করা ট্রাকে ধাক্কা দেয়। এতে ইরাকি চালকসহ দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়।

চারজনের অবস্থা বেশ গুরুতর। দুর্ঘটনায় গাড়িটিতে আগুন লেগে যায়। ট্রাকের চালককে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। ’

তেলসমৃদ্ধ ইরাকের অবকাঠামো, রাস্তা ও সেতুগুলোর বেহাল দশা বিরাজমান।

এরইমধ্যে অনেক রাস্তা খানাখন্দে ভরা এবং রাতের বেলা সম্পূর্ণ অন্ধকারে নিমজ্জিত। তবে কর্মকর্তাদের দাবি গতি ও মোবাইল ফোন ব্যবহারে প্রভাবেই দুর্ঘটনা ঘটেছে।

গত জুলাই মাসে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য মতে, ইরাকে গত বছর ট্রাফিক দুর্ঘটনায় ৪ হাজার ৮০০ জন মারা গেছে, যা দিনে ১৩ জনেরও বেশি। সরকারী পরিসংখ্যান অনুসারে, প্রায় দুই মিলিয়ন ইরানী তীর্থযাত্রী এই বছর তীর্থযাত্রায় যোগ দিতে ইরাকে প্রবেশ করেছে। শিয়া মাজার শহর কারবালা বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশগুলির মধ্যে একটি।

news24bd.tv/আমিরুল