মধ্য ইরাকে এক মিনিবাস দুর্ঘটনায় গাড়ি চালকসহ ১১ জন ইরানী তীর্থযাত্রী মারা গেছে বলে নিশ্চিত করেছে দেশটির একজন স্বাস্থ্য কর্মকর্তা। রোববার বাগদাদের দক্ষিণে বাবিল প্রদেশে তীর্থযাত্রীদের বহনকারী গাড়িটি একটি থামিয়ে রাখা ট্রাকে ধাক্কা দেয়।
প্রাদেশিক স্বাস্থ্য কর্তৃপক্ষের মুখপাত্র আহমেদ আল-জিবউরি জানিয়েছেন, ‘বাগদাদের দক্ষিণে বাবিল প্রদেশে তীর্থযাত্রীদের বহনকারী গাড়িটি পার্ক করা ট্রাকে ধাক্কা দেয়। এতে ইরাকি চালকসহ দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়।
তেলসমৃদ্ধ ইরাকের অবকাঠামো, রাস্তা ও সেতুগুলোর বেহাল দশা বিরাজমান।
গত জুলাই মাসে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য মতে, ইরাকে গত বছর ট্রাফিক দুর্ঘটনায় ৪ হাজার ৮০০ জন মারা গেছে, যা দিনে ১৩ জনেরও বেশি। সরকারী পরিসংখ্যান অনুসারে, প্রায় দুই মিলিয়ন ইরানী তীর্থযাত্রী এই বছর তীর্থযাত্রায় যোগ দিতে ইরাকে প্রবেশ করেছে। শিয়া মাজার শহর কারবালা বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশগুলির মধ্যে একটি।
news24bd.tv/আমিরুল