সেরা বোলার ভারতের, সেরা ব্যাটার পাকিস্তানের 

সংগৃহীত ছবি

এশিয়া কাপ ২০২২ 

সেরা বোলার ভারতের, সেরা ব্যাটার পাকিস্তানের 

অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়া কাপের ট্রফি জয়ের স্বপ্ন ভেঙেছে পাকিস্তানের। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত তো ফাইনালেই উঠতে পারেনি। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা বিদায় নিয়েছিল আসরের সুপার ফোর থেকেই। শিরোপা জেতার আক্ষেপ রয়ে গেলেও এবারের এশিয়া কাপের সেরা ব্যাটার-বোলার কিন্তু পাকিস্তান আর ভারতেরই।

ব্যাট হাতে ৬ ম্যাচে ২৮১ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন পাকিস্তানের ওপেনার মোহাম্মদ রিজওয়ান। ফাইনালে দুবাইয়ের বিপক্ষে ৫৫ রান করে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক বনে যান রিজওয়ান। পেছনে ফেলেন ভারতের বিরাট কোহলিকে।

অপরদিকে, ৫ ম্যাচে ১১ উইকেট শিকার করে টুর্নামেন্টের সেরা বোলার ভারতের ভুবনেশ্বর কুমার।

ফাইনালে ভারতের এই পেসারকে পেছনে ফেলার সুযোগ ছিল শ্রীলঙ্কান স্পিনার ভানিন্দু হাসারাঙ্গার। তবে ৩-এর বেশি উইকেট না পাওয়ায় ভুবিকে আর পেছনে ফেলা হয়নি টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কার পাওয়া এই অলরাউন্ডারের।  

৬ ম্যাচে ১৯ গড়ে ৯ উইকেট নিয়ে টুর্নামেন্ট শেষ করেছেন হাসারাঙ্গা। ভুবনেশ্বর ১১ উইকেট নিয়েছেন ১০ গড়ে। বোলারদের সেরা পাঁচে বাকি তিন বোলারই পাকিস্তানের। তিন জনই উইকেট পেয়েছেন ৮টি করে। গড়ে এগিয়ে থাকায় তিনে রয়েছেন মোহাম্মদ নওয়াজ। ৬ ম্যাচে প্রায় ১৪ গড়ে ৮ উইকেট নিয়েছেন তিনি।

ফাইনালে রিজওয়ান অল্পের জন্য পেছনে ফেলেন কোহলিকে। কোহলি অবশ্য ম্যাচ খেলেছেন একটি কম। তবুও টুর্নামেন্ট সেরা ৯২ গড়ে ২৭৬ রান কোহলির নামের পাশে। স্ট্রাইকরেটেও রিজওয়ানের চেয়ে অনেক এগিয়ে কোহলি। সাবেক ভারতীয় অধিনায়ক যেখানে ১৪৭ স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন, সেখানে রিজওয়ানের স্ট্রাইকরেট মাত্র ১১৭!

এই তালিকার সেরা পাঁচের বাকি তিন নাম-আফগানিস্তানের ইব্রাহিম জাদরান, শ্রীলঙ্কার ভানুকা রাজাপাকসে ও পাথুম নিশাঙ্কা। ইব্রাহিম ৫ ম্যাচে করেন ১৯৬ রান। রাজাপাকসে ফাইনালে ৭১ রানের ইনিংসে টুর্নামেন্টে নিজের রান সংখ্যাকে নিয়ে যান ১৯১-এ। আর ৬ ম্যাচে নিশাঙ্কার সংগ্রহ ১৭৩ রান।

সেরা ৫ রান সংগ্রাহক 

              নাম                 ম্যাচ  ইনিংস   রান      গড়     স্ট্রাইকরেট  
১. মোহাম্মদ রিজওয়ান          ৬      ৬      ২৮১   ৫৬.২০   ১১৭.৫৭   
২. বিরাট কোহলি                 ৫      ৫      ২৭৬   ৯২.০০   ১৪৭.৫৯ 
৩. ইব্রাহিম জাদরান              ৫      ৫      ১৯৬   ৬৫.৩৩   ১০৪.২৬ 
৪. ভানুকা রাজাপাকসে          ৬      ৬       ১৯১   ৪৭.৭৫   ১৪৯.২২ 
৫. পাথুম নিশাঙ্কা                 ৬      ৬       ১৭৩   ৩৪.৬০   ১১৫.৩৩ 

সেরা ৫ উইকেট শিকারি 
             নাম             ম্যাচ   ইনিংস   উইকেট    গড়      
১. ভুবনেশ্বর কুমার          ৫      ৫          ১১     ১০.৪৫  
২. ভানিন্দু হাসারাঙ্গা        ৬      ৬            ৯     ১৮.৮৯ 
৩. মোহাম্মদ নাওয়াজ      ৬      ৬            ৮     ১৩.৭৫  
৪. শাদাব খান               ৫      ৫            ৮     ১৪.১২ 
৫. হারিস রউফ              ৬      ৬            ৮     ১৯.১২

news24bd.tv/সাব্বির