'আজ লাখ লাখ ইলিয়াস কাঞ্চন রাস্তায়'

'আজ লাখ লাখ ইলিয়াস কাঞ্চন রাস্তায়'

'আজ লাখ লাখ ইলিয়াস কাঞ্চন রাস্তায়'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

১৯৯৩ সালের ২২ অক্টোবর সড়ক দুর্ঘটনায় নিহত হন ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চন। এরপর তিনি নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নেমেছিল কাঞ্চন। গড়ে তোলেন সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’।

পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে ৯ দফা দাবি আদায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

তবে অতীতের কিছু বাস্তবতা মাথায় রেখে শিক্ষার্থীদের সঙ্গে মাঠে নামছেন না বলেও জানিয়েছেন তিনি।

গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের বাসচাপায় কলেজপড়ুয়া দুই শিক্ষার্থী নিহত হয়। পরের দিন থেকে রাজধানীর সড়ক অবরোধ করে বেপোরোয়া বাস চালকের ফাঁসি, রাস্তায় ফিটনেসবিহীন গাড়ি চলাচল এবং লাইসেন্স ছাড়া চালকদের গাড়ি চালনা বন্ধসহ ৯ দফা দাবি আদায়ে আন্দোলনে নামে শিক্ষার্থীরা।

 

(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর