ডেনমার্কে নেকাব নিষিদ্ধর প্রতিবাদে আন্দোলন

ডেনমার্কে নেকাব নিষিদ্ধর প্রতিবাদে আন্দোলন

ডেনমার্কে নেকাব নিষিদ্ধর প্রতিবাদে আন্দোলন

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ডেনমার্কে নেকাব নিষিদ্ধ আইন কার্যকর হওয়ার পর থেকে কাপড় দিয়ে মুখ ঢেকে এর প্রতিবাদে আন্দোলনে নেমেছে কয়েকশ’ মুসলিম নারী ও পুরুষ। নিপীড়নমূলক আইনটি অধিকার লঙ্ঘন করবে দাবি করে আন্দোলনকারীরা বুধবার সাংস্কৃতিক বৈচিত্র্যের শহর হিসেবে পরিচিত রাজধানী কোপেনহেগেনের নোরেবরো’তে জড় হয় বলে জানিয়েছে সিএনএন।

 এসময় তারা, রাস্তায় কোনও ভেদাভেদকারী নেই বলে স্লোগান দিতে দিতে প্রায় এক মাইল দূরের বেল্লাহোয়েজ পুলিশ স্টেশনের দিকে অগ্রসর হয়। তারা পুলিশ স্টেশনটির চারপাশে মানববন্ধন তৈরি করে।

আন্দোলনে অংশগ্রহণকারী বোরখা পরা কয়েকজন নারী জানান, আইনটির ফলে তাদের জন্য ছেলেমেয়েদের স্কুলে নিতে, কেনাকাটা করতে এবং আশেপাশের লোকজনের সঙ্গে দেখা করতে বাসা থেকে বের হওয়া কঠিন হবে।

নেকাব পরে আন্দোলনে অংশগ্রহণ করা সাবিনা নামের এক মুসলিম নারী বলেন, এই আইন আমার ওপর ব্যাপক প্রভাব ফেলবে। বাসার সামনে হাঁটাহাঁটি করার সময় আমার মনে হয় আমি যেন অপরাধী। আমাকে বেশির ভাগ সময় বাসার ভেতরে থাকতে হয়।

আমি কেনাকাটা করার জন্যও বাইরে যেতে পারি না।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর