‘আত্মসমর্পণ করছেন রুশ সেনারা’ 

সংগৃহীত ছবি

ইউক্রেনের গোয়েন্দা মুখপাত্র

‘আত্মসমর্পণ করছেন রুশ সেনারা’ 

অনলাইন ডেস্ক

চলতি মাসে রাশিয়ার দখলে থাকা ৬ হাজার বর্গকিলোমিটার এলাকা ইউক্রেন পুনরুদ্ধার করেছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভিলোদিমির জেলেনস্কি। যা যুদ্ধের সাত মাসে মস্কোর সবচেয়ে খারাপ অবস্থাকে চিহ্নিত করে।  

সোমবার এক ভাষণে জেলেনস্কি বলেন, ‌‘সেপ্টেম্বর শুরু থেকে আমাদের সৈন্যরা পূর্ব ও দক্ষিণে ইউক্রেনের ৬ হাজার বর্গকিলোমিটার এলাকা মুক্ত করেছে। আমরা আরও এগিয়ে যাচ্ছি।

তিনি জানান, ইউক্রেনীয় সৈন্যরা সোমবার আরও এলাকা পুনরুদ্ধার করেছে। তারা কিছু রুশ সেনাকে বন্দি করার দাবি করেছে।  

উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলের গভর্নর ওলেহ সিনেহুবভ বলেন, ‘সামনের কিছু এলাকায় আমাদের রক্ষকরা রুশ ফেডারেশনের সঙ্গে রাজ্যের সীমান্তে পৌঁছেছে। ’ 

ইউক্রেনের সামরিক গোয়েন্দাদের একজন মুখপাত্র বলেছেন, রাশিয়ান সেনারা হতাশ হয়ে পড়ছেন।

তারা পরিস্থিতি বুঝতে শুরু করেছেন। ব্যাপকভাবে তারা আত্মসমর্পণ করছেন।  

ইউক্রেনের একজন রাষ্ট্রপতির উপদেষ্টা বলেছেন, রুশ সেনারা এত বেশি বন্দি হচ্ছেন যে, তাদের থাকার জায়গা দেওয়া কঠিন হয়ে পড়ছে।  

ইউক্রেনের রাষ্ট্রপতির উপদেষ্টা ওলেক্সি আরেস্তোভিচ রাশিয়ান বন্দিদের সংখ্যা উল্লেখ করেননি। তবে তিনি বলেছেন, মস্কোর হাতে থাকা ইউক্রেনীয় সৈন্যদের ফেতর দিলে আমরাও যুদ্ধবন্দিদের ফেরত দেব।  

সামরিক গোয়েন্দা মুখপাত্র আন্দ্রি ইউসভ বলেন, আটক সেনাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক অফিসার রয়েছেন।

news24bd.tv/ইস্রাফিল