গুলিস্তানে উচ্ছেদ অভিযান, হকারদের তোপের মুখে চলে গেলেন কর্মকর্তারা 

সংগৃহীত ছবি

গুলিস্তানে উচ্ছেদ অভিযান, হকারদের তোপের মুখে চলে গেলেন কর্মকর্তারা 

অনলাইন ডেস্ক

ফুটপাত দখলমুক্ত করতে গুলিস্তান এলাকায় উচ্ছেদ অভিযানে নামে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে উচ্ছেদ অভিযান শুরু হয়।  ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামানের নেতৃত্বে অভিযানে একজনকে জরিমানাও করা হয়।

এ খবর ছড়িয়ে পড়লে হকাররা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

এসময় হকারদের তোপের মুখে উচ্ছেদ অভিযান ফেলে চলে যান কর্মকর্তারা।

বিক্ষোভকারী হকারদের অভিযান বন্ধ করতে নানাধরনের স্লোগান দিতে দেখা যায়। তারা জানায়, তাদের পুনর্বাসন না করে উচ্ছেদ করা মেনে নেবে না। ডিএসসিসির অভিযান বন্ধের জোর দাবি জানান তারা।

পরে তাদের বাঁধার মুখে সিটি করপোরেশনের অভিযান পরিচালনাকারী টিম ঘটনাস্থল থেকে চলে যায়।

এ বিষয়ে বাংলাদেশ হকার্স ইউনিয়নের সভাপতি আব্দুল হাসিম কবির বলেন, হকারদের জন্য ব্যবস্থা করে তারপর উচ্ছেদের কথা ভাবুন। তিনি মেয়রকে উদ্দেশ্য করে বলেন, আপনারা মার্কেট করবেন সেখানে ৪ থেকে ৫ বছর সময় লাগবে। এই লম্বা সময়টা আমাদের হকাররা কোথায় যাবে। আগে হকারদের ব্যবস্থা করবেন, তারপর আমরা জায়গা ছাড়ব।

প্রসঙ্গত, ডিএসসিসি সড়ক ও ফুটপাত লাল, হলুদ ও সবুজ শ্রেণিতে চিহ্নিত করেছে। আর হলুদ চিহ্নিত সড়ক ও ফুটপাতে দক্ষিণ সিটির নিয়ম অনুযায়ী নির্দিষ্ট স্থানে হকার বসতে পারবে। সবুজ চিহ্নিত সড়ক ও ফুটপাতে পথচারী বা যানচলাচলে বিঘ্ন না ঘটিয়ে হকাররা ব্যবহার করতে পারবে।

news24bd.tv/রিমু