ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস সরকারের দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ তুলে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ‘নবান্ন অভিযানের’ ডাক দিয়েছে বিজেপি। তবে দলীয় কর্মীদের নিয়ে মিছিলে নামার আগেই পুলিশের হাতে আটক হন বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীসহ পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন বিজেপি নেতা।
বড় ধরনের প্রতিবাদের অংশ হিসেবে কলকাতায় রাজ্য সচিবালয়ের দিকে মিছিল করার সময় পুলিশের হাতে আটক হন শুভেন্দু অধিকারীসহ একাধিক বিজেপি নেতা। সাঁতরাগাছিতে মিছিল শুরু করতে যাওয়ার আগেই দ্বিতীয় হুগলি সেতুর কাছে শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায় ও রাহুল সিনহাকে আটক করে পুলিশ।
মঙ্গলবার নবান্ন অভিযানের শুরুতে দলের নেতা-কর্মীরা বিক্ষোভ করেন। এ সময় বেশ কিছু গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারগ্যাস, জলকামান ছুড়েছে পুলিশ।
রানিগঞ্জেও বিজেপির দলীয় কর্মীদের আটক করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। ‘নবান্ন অভিযানে’ যোগ দিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান এবং প্রতিবেশী হাওরা থেকে বিজেপির শত শত সমর্থক মঙ্গলবার সকালে কলকাতায় পৌঁছান। পুলিশের হাতে আটক হওয়ার আগে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সম্পর্কে বিরূপ মন্তব্য করেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গকে উত্তর কোরিয়ায় পরিণত করেছেন মমতা।
শুভেন্দু বলেন, মুখ্যমন্ত্রী মমতার প্রতি তার রাজ্যের জনগণের সমর্থন নেই। তাই তিনি পশ্চিমবঙ্গের ওপর উত্তর কোরিয়ার মতো একনায়কত্ব প্রয়োগ করছেন। পুলিশ যা করছে তার মূল্য দিতে হবে। বিজেপি আসছে। এদিকে দুপুর ২টা ৪০ মিনিটে নবান্ন অভিযান শেষ হয়েছে বলে জানান বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।
শুভেন্দু অধিকারী যখন সাঁতরাগাছিতে থেকে বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছিলেন তখন দিলিপ ঘোষের নেতৃত্বে কলকাতার উত্তর দিক থেকে বিক্ষোভ শুরু হয়। এদিকে দলের ‘গণতান্ত্রিক প্রতিবাদ’ জোর করে বন্ধ করার চেষ্টা করছেন বলে মমতার বিরুদ্ধে অভিযোগ এনেছেন রাহুল সিনহা।
news24bd.tv/সাব্বির