জয় নেই শেষ দুই ম্যাচে। এর মধ্যে তো নাপোলির বিপক্ষে ৪-১ গোলের ওই লজ্জার হার আছেই। লিভারপুলের পিঠ যেন দেয়ালে থেকে গিয়েছিল। তবে আয়াক্সকে হারিয়ে আবারও জয়ে ফিরল ইয়ুর্গেন ক্লপের দল।
বুধবার চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে আয়াক্সকে ২-১ গোলে হারিয়েছে লিভারপুল। অ্যানফিল্ডে ম্যাচের ১৭ মিনিটেই স্বাগতিকদের এগিয়ে নেন মোহামেদ সালাহ। ১০ মিনিট পর মোহামেদ কুদুসের সৌজন্যে সেই গোল শোধ দেয় আয়াক্স।

লিভারপুল কষ্টেসৃষ্টে জিতলেও হেরেই গেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। জার্মান ক্লাব বেয়ার লেভারকুসেনের কাছে ২-০ গোলে হেরেছে ডিয়েগো সিমিওনের ছাত্ররা। লেভারকুসেন দুটি গোলই পেয়েছে ম্যাচের শেষ দিকে এসে। ৮৪ মিনিটে স্বাগতিক সমর্থকদের প্রথম আনন্দে ভাসান রবার্ট অ্যান্ডরিচ। অ্যাটলেটিকো কিছু বুঝে ওঠার আগেই আবার লেভারকুসেনের গোল। এবার স্কোরশিটে নাম তোলেন মুসা ডিয়াবি।
চ্যাম্পিয়নস লিগে রাতের অন্যান্যা ম্যাচে পোর্তোকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ক্লাব ব্রুজ। আর মার্শেইকে হারিয়েছে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট।
news24bd.tv/সাব্বির