জেতা ম্যাচ হারায় ক্ষিপ্ত বার্সা কোচ

সংগৃহীত ছবি

জেতা ম্যাচ হারায় ক্ষিপ্ত বার্সা কোচ

অনলাইন ডেস্ক

আগের তিন দেখায় ১৪ গোল হজম। বায়ার্ন মিউনিখের বিপক্ষে মানসিকভাবে পিছিয়ে থেকেই আলিয়াঞ্জ এরেনায় খেলতে নেমেছিল বার্সেলোনা। তবে বুধবার রাতে প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই দারুণ খেলছিল বার্সা। প্রথমার্ধে বায়ার্নকে বলতে গেলে কোনো সুযোগই দেয়নি কাতালান ক্লাবটি।

তবে সর্বনাশ হয়েছে দ্বিতীয়ার্ধে। মাত্র ৫ মিনিটের ব্যবধানে দুটি গোল আদায় করে নেয় বায়ার্ন মিউনিখ। পুরো ম্যাচে বার্সাকে বিবর্ণ লেগেছে দ্বিতীয়ার্ধের শুরুর দিকের সময়টায়। আর ওই সময়েই দুটি গোল হজম।

তাতে আরও একবার বায়ার্নের বিপক্ষে হার। অথচ প্রাপ্ত সুযোগগুলো কাজে লাগাতে পারলে ম্যাচের ফলাফল হতে পারত ভিন্ন।

বায়ার্নের বিপক্ষে ২-০ গোলে হারার পর তাই বিষণ্ণ বার্সা কোচ জাভি হার্নান্দেজ। জাভির মতে, ম্যাচে সবদিক থেকেই এগিয়ে ছিল তার শিষ্যরা। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমরা বায়ার্নের থেকে ভালো খেলেছি। আমরা শারীরিকভাবে তাদের সমকক্ষ ছিলাম এবং ম্যাচ নিয়ন্ত্রণ করেছি। আমি খুব রাগান্বিত, কারণ যে ম্যাচটা জেতা উচিত ছিল সেটা আমরা হেরেছি। ’

ম্যাচের পর সংবাদ সম্মেলনে কথা বলছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ  ৥ সংগৃহীত 

বার্সা প্রথমার্ধের শুরুতেই দুইবার এগিয়ে যাওয়ার পরিষ্কার সুযোগ পেয়েছিল। ম্যাচের বাকি সময়েও একাধিক সুযোগ আসে কাতালান ক্লাবটির ফুটবলারদের সামনে। কিন্তু কখনও বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার বাধা হয়েছেন, কখনও আবার নিজেদের ভুলে গোল পায়নি বার্সা।

জাভির চোখ এড়ায়নি বিষয়টি। তিনি স্বীকার করে নিলেন এত মিস করলে আসলে চ্যাম্পিয়নস লিগের মতো আসরে জেতা সম্ভব নয়। তিনি বলেন, ‘ফলাফল ন্যায্যা ছিল না। আমরা গোলের পরিষ্কার ৬ থেকে ৭টি সুযোগ পেয়েছিলাম। চ্যাম্পিয়নস লিগের মতো আসরে আপনি যখন সুযোগ কাজে লাগাতে পারবেন না, তখন এমন হবেই। আমরা বায়ার্নের চেয়ে ভালো খেলেছি। তবে তারা সুযোগগুলো লুফে নিয়েছে। আর এটাই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে। ’

বায়ার্ন মিউনিখ কোচ ইউলিয়ান নাগেলসমানও মানছেন, ম্যাচে বার্সা ভালো খেলেছে। তবে তার ছাত্ররা নিখুঁত ছিলেন। জয়ের পর নাগেলমান বলেন, ‘প্রথমার্ধে আমরা নিজেদের খুঁজে পায়নি। তবে দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেলেছি। বার্সা আমাদের চেয়ে বেশি সুযোগ (গোলের) তৈরি করেছে ঠিকই, কিন্তু আমরা গোল করেছি। এই কারণেই জিতেছি আমরা। ’

news24bd.tv/সাব্বির