গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ছেলেকে গাঁজা দিতে গিয়ে বাবা আটক হয়েছেন। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে কারাগারে প্রবেশের সময় তাকে আটক করা হয়। আটক বাবা কুমিল্লার মুরাদনগর থানার পীরকাশিমপুর গ্রামের মৃত নুরুল হকের ছেলে গোলাম আক্তার (৫৪)।
কারাসূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ২টার দিকে কাশিমপুর কারাগার প্রধান ফটকে আরপি চেকপোস্টে ছেলের সঙ্গে দেখা করতে যান গোলাম আক্তার।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ি থানার সাব ইন্সপেক্টর (এসআই) শাখাওয়াত ইমতিয়াজ জানান, গোলাম আক্তার নামে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। তার কাছ থেকে মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।
news24bd.tv/আলী