একদিনে ইউক্রেনের ৮ শতাধিক সেনা নিহত

সংগৃহীত ছবি

একদিনে ইউক্রেনের ৮ শতাধিক সেনা নিহত

অনলাইন ডেস্ক

যুদ্ধে গত এক সপ্তাহে রাশিয়ার সেনাদের বড় ধাক্কা দিয়েছেন ইউক্রেনের সেনারা। খারকিভ অঞ্চলসহ রাশিয়া সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের অনেক এলাকা তারা মুক্ত করতে সক্ষম হয়েছেন। এ পরিস্থিতিতে কোণঠাসা রাশিয়ার বাহিনীকে কয়েকটি অঞ্চল থেকে পিছু হটতে হয়েছে। সেনা সরিয়ে নেওয়ার বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দাবি করা হয়েছিল, তারা আবার গুছিয়ে আক্রমণ শুরু করবে।

তারই প্রতিফলন দেখাতে শুরু করেছে মস্কো।  

ইউক্রেনে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে রাশিয়া। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) একদিনের হামলায় আট শতাধিক ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে রুশ সেনাদের বিরুদ্ধে পাল্টা হামলা অব্যাহত রাখার দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

মঙ্গলবার ইউক্রেনের পূর্বাঞ্চলসহ বিভিন্ন শহরে হামলা জোরদার করে রুশ বাহিনী। পরে এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনীয় সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এদিন রুশ বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় আট শতাধিক ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন বলেও দাবি করা হয়।  

গত এক সপ্তাহে রাশিয়ার সেনাদের কাছ থেকে খারকিভ অঞ্চলসহ গুরুত্বপূর্ণ অনেক এলাকা মুক্ত করতে সক্ষম হয়েছে ইউক্রেন। খারকিভের অনেক এলাকায় রাশিয়ার পতাকা পুড়িয়ে ফেলে ইউক্রেনের সেনারা। দেশটির সেনাবাহিনীর দাবি, অঞ্চলগুলো থেকে প্রাণে বাঁচতে পিছু হটছে রুশ সেনারা। তাদের এমন দাবির পরপরই আবারও হামলা জোরদার করে রাশিয়া।  

এদিকে নিজেদের সেনা নিহতের বিষয়টি এড়িয়ে গেলেও ইউক্রেনের সেনারা পাল্টা হামলা চালিয়ে যাচ্ছেন বলে দাবি করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। একইসঙ্গে সেনা সদস্যদের ‘বীর’ হিসেবে অভিহিত করেন তিনি।  
news24bd.tv/আলী