চাইনিজ ‘হুগো লোন’ অ্যাপ, মোবাইল অ্যাপে এক নিমিষেই পাবেন ঋণ! এমন সব লোভনীয় অফার দিয়ে লাখ লাখ টাকার প্রতারণার ফাঁদ পেতেছিল এক চক্র। সেই ফাঁদে পা দিয়ে অ্যাপটি ডাউনলোড করলেই ফোন ব্যবহারকারীর গ্যালারির অ্যাক্সেস পেয়ে যেত প্রতারক চক্রটি। এরপর ব্যবহারকারীর ছবি ফটোশপে এডিট করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাওয়া হত টাকা। এভাবে ব্ল্যাকমেল করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিত প্রতারক চক্রটি।
স্থানীয় পুলিশ জানিয়েছে, ‘এই চক্রের প্রধান ৩৪ বছরের চিনা নাগরিক ওয়ান চেঙ্গুয়া। প্রায় ৬০ জনের একটি বিশাল প্রতারণা চক্র তৈরি করে ছিলেন ওই চিনা ব্যক্তি।
২০১৯ সালে ওয়ার্ক ভিসায় ভারতে আসেন চেঙ্গুয়া।
অভিযুক্তদের কাছ থেকে নগদ উদ্ধার করা হয়েছে ১৭.৩১ লক্ষ টাকা। এছাড়াও ৯টি ল্যাপটপ, ৪১টি মোবাইল ফোন, একটি ডেস্কটপ কম্পিউটার এবং ওয়ান চেঙ্গুয়ার মেয়াদোত্তীর্ণ পাসপোর্টও উদ্ধার করেছে পুলিশ।
সাইবার সেলের আধিকারিকরা জানিয়েছেন, ‘ভুয়া তাৎক্ষণিক ঋণ অ্যাপগুলি চিনে তৈরি করা হয়েছে। এই অ্যাপগুলো চিনা সার্ভারে চলে। ’
চন্ডীগড়ের সেক্টর ২১-এর বাসিন্দা অরবিন্দ কুমার এই প্রতারকদের ফাঁদে পড়েন। পুলিশকে অভিযোগে তিনি জানান, ‘একদিন তার কাছে একটি এসএমএস আসে। তাতে বলা হয়, একটি অ্যাপ নামালেই সেটা দিয়ে ঋণ নেওয়া যাবে। তিনি লিঙ্কটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে, ‘হুগো লোন’ অ্যাপ ইনস্টল হয়ে যায়। এরপর অ্যাপে তাকে ৩,৫০০ টাকা ঋণ অফার করা হয়। কিন্তু তিনি সেটা অ্যাকসেপ্ট না করে অ্যাপটিই আনইনস্টল করে দেন। ’
‘এরপর হঠাৎ তার ফটোশপ করা নগ্ন ছবি ছড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়ে ফোন আসতে শুরু করে। লজ্জায়, ভয়ে তিনি কিছু টাকা দিয়েও দেন। তারপরেও, কল আসা বন্ধ হয়নি। শেষ পর্যন্ত মরিয়া হয়ে তিনি পুলিশের দ্বারস্থ হন। ’
অভিযোগের ভিত্তিতে জুলুম করে টাকা আদায়, প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্রের উপর পৃথক মামলা নথিভুক্ত করে পুলিশ। এরপর এই চক্রের খোঁজে অভিযান চালনা করেন। সেই অভিযানেই তাদের গ্রেপ্তার করা হয়।
news24bd.tv/আমিরুল