থাই সামরিক স্থাপনায় গুলি, নিহত ১
থাই সামরিক স্থাপনায় গুলি, নিহত ১

সংগৃহীত ছবি

থাই সামরিক স্থাপনায় গুলি, নিহত ১

অনলাইন ডেস্ক

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি সামরিক স্থাপনায় বন্দুকধারীর গুলিতে একজন নিহত এবং দুইজন আহত হয়েছেন। ফরাসি সংবাদ সংস্থা এএফপিকে এমনটিই জানিয়েছে থাই পুলিশ। এ ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

থাই উপ-জাতীয় পুলিশের মুখপাত্র কিসানা ফাথানাচরোয়েন বলেন, ‘রাজধানীর উত্তরে সামরিক ভবনের একটি বড় কমপ্লেক্সের অংশ, আর্মি ট্রেনিং কমান্ড বিভাগে এই ঘটনাটি ঘটে।

বন্দুক যুদ্ধে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। স্থানীয় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। ঘটনার পর একজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। ’

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তিটি একজন সৈনিক।

যদিও ঠিক কী কারণে গুলি চালিয়েছেন তিনি। সে ব্যাপারে তাৎক্ষণিক ভাবে কিছু জানা যায়নি।

এর আগেও ২০২০ সালে, থাইল্যান্ডে এমন ঘটনা ঘটেছে। তখন এক থাই কমান্ডোর ১৭ ঘণ্টার তাণ্ডবে গুলিবিদ্ধ হয়ে মারা যায় দেশটির ২৯ সেনা। এছাড়াও আহত হয় অনেক সেনা সদস্য। তাণ্ডব চালানো সেই বন্দুকধারী সার্জেন্ট-মেজর জাক্রপান্থ থোমা এক সিনিয়র অফিসারের মধ্যে বিরোধে জড়িয়ে এমন তাণ্ডব চালান বলে পরে জানা যায়। ওই ঘটনার পর সামরিক শীর্ষস্থানীয় ব্যক্তিরা তাকে একজন দুর্বৃত্ত সৈনিক হিসাবে আখ্যায়িত করে।

থাইল্যান্ডে রাজনীতি থেকে ব্যবসা প্রায় সকল ক্ষেত্রেই সামরিক বাহিনীর শক্তিশালী প্রভাব রয়েছে। গত কয়েক দশক ধরেই দেশটিতে ক্ষমতা দখল করায় হস্তক্ষেপ করে আসছে থাই সামরিক বাহিনী।

news24bd.tv/আমিরুল