দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মঈনউদ্দিন আবদুল্লাহর সঙ্গে বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসসহ তিন সদস্যের প্রতিনিধি দল। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টার পর বৈঠক শুরু হয়।
সকাল ১১টার দিকে দুদকের প্রধান কার্যালয়ে আসলে মর্কিন রাষ্ট্রদূতকে অভ্যর্থনা জানান দুদকের মহাপরিচালক একেএম সোহেল।
দুদকের বর্তমান কমিশনের সঙ্গে যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূতের এটাই প্রথম সাক্ষাৎ।
মার্কিন প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন দেশটির পলিটিক্যাল অ্যান্ড ইকোনোমিক কাউন্সিলর স্কট ব্রন্ডন ও লিগ্যাল অ্যাডভাইজার সারা অ্যাডওয়ার্ডস।
দুদকের গণমাধ্যম শাখা জানিয়েছে, এটি সৌজন্য সাক্ষাৎ।
এখানে দুদক কর্মকর্তাদের প্রশিক্ষণসহ নানা বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
news24bd.tv/ইস্রাফিল