দ্বাদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন(ইসি) । ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আর ২০২৩ সালের নভেম্বরে হবে তফসীল। বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের অডিটোরিয়ামে দ্বাদশ সংসদ নির্বাচনের এ রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
প্রধান অতিথির বক্তব্যে কমিশনার আহসান হাবিব খান সাংবাদিকদের উদ্দেশে বলেন, রোডম্যাপ বাস্তবাযনে নূন্যতম ঘাটতি থাকলে অবশ্যই আমাদের বলবেন। আমরা আসলে কিছুটা আস্থার ঘাটতির মধ্যে আছি।
তিনি বলেন, সাংবাদিকরা হলেন আমাদের চোখ, কান। আপনাদের ওপর আমরা আস্থা রাখতে চাই। অনেককে আমি জিজ্ঞেস করেছি আমাদের কাজের মূল্যায়ন কিভাবে করবেন? তারা বলেছেন ৯৯ দশমিক ৯৯ ভাগ আগের চেয়ে ভালো। আশা করি শেষ দিন পর্যন্ত আপনারা এটা বলতে পারবেন। রোডম্যাপ গতানুগতিক নয়। কিছুটা ভিন্নতা আছে।
নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, ২০২৩ সালের নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল আর ভোটগ্রহণ হতে পারে ডিসেম্বর শেষ সপ্তাহ বা জানুয়ারীর প্রথম সপ্তাহে।
নির্বাচন কমিশনার মো. আলমগীর আরও বলেন, অংশীজনদের যেসব সুপারিশ সংবিধানের সাথে সাংঘর্ষিক নয়, সেগুলো রোডম্যাপে অন্তর্ভুক্ত করেছে ইসি। রোডম্যাপের পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে আগামী নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।
নির্বাচন কমিশনের (ইসি) কমিশনার বেগম রাশেদা সুলতানা সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশন সব ধরনের ব্যবস্থা নেবে।
ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, চলতি মাস থেকে নির্বাচন পর্যন্ত কী কী কার্যক্রম চলবে তা নির্ধারণ করা হয়েছে।
news24bd.tv/আলী