দুর্নীতি মামলায় সেলিম চেয়ারম্যানের ৪ সপ্তাহের আগাম জামিন

সংগৃহীত ছবি

দুর্নীতি মামলায় সেলিম চেয়ারম্যানের ৪ সপ্তাহের আগাম জামিন

অনলাইন ডেস্ক

৩৪ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চাঁদপুরের ‘বিতর্কিত’ চেয়ারম্যান সেলিম খানকে ৪ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে চার সপ্তাহ পর তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে ১৪ আগষ্ট তিন সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিলেও মামলা নাম্বার ভুল করায় আবারো জামিন আবেদন করেন সেলিম খান।

যার জামিন শুনানির সময় আদালত বলেন, সেলিম খান খুন বা ছিনতাইয়ের মতো অপরাধ করেননি যে তার জামিন দেয়া যাবে না। এসময় মিডিয়া হাইপের কথাও তুলে ধরেন আদালত।

আদালতে সেলিম খানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোমতাজ উদ্দিন ফকির। দুদকের পক্ষ ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।

প্রসঙ্গত, গত ১৪ আগস্ট ৩৪ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তিন সপ্তাহের মধ্যে চাঁদপুরের বিতর্কিত চেয়ারম্যান সেলিম খানকে আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট।

গত ১ আগস্ট আলোচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম খানের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৩৪ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে চাঁদপুর সদরের ১০ নম্বর লক্ষ্মীপুর ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে এ মামলা হয়।
news24bd.tv/আলী