দেশে একদিনে করোনায় মৃত্যু ১, শনাক্ত ৪০২ 
দেশে একদিনে করোনায় মৃত্যু ১, শনাক্ত ৪০২ 

ফাইল ছবি

দেশে একদিনে করোনায় মৃত্যু ১, শনাক্ত ৪০২ 

অনলাইন ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ৪০২ জনের। বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় ৪ হাজার ৮১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়।

পরীক্ষা করা হয় ৪ হাজার ৭৮১ জনের নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৪১ শতাংশ। আগেরদিন এ হার ছিল ১০ দশমিক ৫৫ শতাংশ। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬২ শতাংশ।

এছাড়া, সবশেষ একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২১৭ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৯ হাজার ৪৮৪ জন।

এর আগে, মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দেশে করোনায় একজনের মৃত্যু হয়। অন্যদিকে করোনা শনাক্ত হয় ৪৩৫ জনের দেহে।

news24bd.tv/কামরুল