দ্বাদশ নির্বাচনে যেসব লক্ষ্য নিয়ে এগুচ্ছে ইসি
দ্বাদশ নির্বাচনে যেসব লক্ষ্য নিয়ে এগুচ্ছে ইসি

দ্বাদশ নির্বাচনে যেসব লক্ষ্য নিয়ে এগুচ্ছে ইসি

নিজস্ব প্রতিবেদক

আগামী ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসি। বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের অডিটোরিয়ামে দ্বাদশ সংসদ নির্বাচনের এ রোডম্যাপ ঘোষণা করেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান।

দ্বাদশ নির্বাচনে বেশকিছু লক্ষ্য নিয়ে আগাচ্ছে ইসি। এক বিবৃতিতে ইসি জানিয়েছে, আগামী নির্বাচনকে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে বেশকিছু পদক্ষেপ হাতে নেয়া হয়েছে।

তন্মধ্যে-

-অংশগ্রহণমূলক: ইচ্ছুক সকল নিবন্ধিত রাজনৈতিক দলের নির্বাচনে সক্রিয় অংশগ্রহণ।

-স্বচ্ছ: কমিশন কর্তৃক নির্বাচন সংক্রান্ত সকল কার্যক্রম সকলের অবগতির জন্য ওয়েব-সাইটে প্রকাশ, পর্যাপ্ত সংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক নিয়োগ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মীদের অবাধে সংবাদ সংগ্রহের সুযোগ।

-নিরপেক্ষ: সকল প্রার্থীর প্রতি সম আচরণ, নির্বাচন কমিশনের অধিক সংখ্যক যোগ্য কর্মকর্তাকে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ, নিরপেক্ষ প্রিজাইডিং-সহকারী প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগ, নির্বাচনের দায়িত্ব-পালনকারী কারও বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগের প্রমাণ পেলে দায়িত্ব থেকে অব্যাহতি/নির্বাচনি আইন ও বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ।

-গ্রহণযোগ্যতা: কমিশন কর্তৃক সংবিধান, আইন, বিধি অনুযায়ী সকল কার্যক্রম গ্রহণ এবং যথাযথ প্রয়োগ যাতে নির্বাচনের ফলাফল সকল ভোটার ও অধিকাংশ রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্য বলে প্রতীয়মান হয়।

-সুষ্ঠু: নির্বাচন পূর্ববর্তী, নির্বাচন দিন ও নির্বাচন পরবর্তী আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে রাখা, প্রার্থী বা সমর্থক যেন নির্বাচনি আচরণ বিধি মেনে চলেন তা নিশ্চিত করা, অমান্যকারীর বিরুদ্ধে দ্রুত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা, সকল প্রার্থী যেন আচরণ বিধি অনুযায়ী নির্বাচনি প্রচার চালাতে পারে তা নিশ্চিত করা।

এছাড়া কমিশনার আহসান হাবিব জানিয়েছেন, নিবন্ধিত সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচন চায় ইসি। নির্বাচন স্বচ্ছ রাখতে সব ধরণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রতিটা কেন্দ্রে রাখা হবে সিসিটিভির ব্যবস্থা। এবারের নির্বাচনে অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে কিংবা কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে কমিশনার আহসান হাবিব খান সাংবাদিকদের উদ্দেশে বলেন, রোডম্যাপ বাস্তবায়নে ন্যূনতম ঘাটতি থাকলে অবশ্যই আমাদের বলবেন। আমরা আসলে কিছুটা আস্থার ঘাটতির মধ্যে আছি। তবে এতদিন কাজ করার মধ্য দিয়ে আমরা প্রমাণ করতে পেরেছি যে আগের থেকে আস্থা কিছুটা হলেও বেড়েছে।

news24bd.tv/FA