আগামী সপ্তাহে উজবেকিস্তানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠকে বসছেন। সেখানে ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা হবে। আজ বুধবার রাশিয়ার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, শি জিনপিং-পুতিন উজবেকিস্তানে একটি শীর্ষ সম্মেলনে বৈঠকে বসবেন।
সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সামিট (এসসিও) আগামী ১৫-১৬ সেপ্টেম্বর উজবেকিস্তানে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে পুতিন ভারত, পাকিস্তান, তুরস্ক ও ইরানের নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্র নীতি বিষয়ক মুখপাত্র যুরি উশাকভ।
চীন এবং রাশিয়া দীর্ঘদিন ধরে পশ্চিমা বহুপাক্ষিক গোষ্ঠীর বিকল্প হিসেবে চারটি সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্য এশিয়ার দেশগুলোকে নিয়ে ২০০১ সালে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) গঠিত হয়।
news24bd.tv/হারুন