অটোরিকশা চালকদের সঙ্গে বাস চালকদের দ্বন্দ্বের জেরে নওগাঁয় অভ্যন্তরীণ রুটে সাড়ে ৯ ঘণ্টা বাস চলাচল বন্ধ থাকার পর বুধবার বিকেল সাড়ে ৩টায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। এর আগে বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বাস চলাচল বন্ধ রাখে শ্রমিকরা। চলাচল স্বাভাবিক হওয়ায় দেরিতে হলেও নির্ধারিত গন্তব্যে স্বস্তিতে যেতে পারছেন যাত্রীরা।
খোঁজ নিয়ে জানা যায়, গত মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা থেকে একটি অটোরিকশা সরাতে বলেন বাসচালক।
সর্বশেষ বাস চালকদের বেঁধে দেওয়া কিছু শর্ত সাপেক্ষে অভ্যন্তরীণ রুটে আবারও বাস চলাচল স্বাভাবিক হয়।
নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিউজ্জামান মতি বলেন, সমস্যাটি সমাধানে উভয়পক্ষের মাঝে সকাল থেকেই বৈঠক চলছিল। বাসস্টান্ডে এলোমেলোভাবে সিএনজি এবং অটোরিকশা চালকদের দাঁড়িয়ে থাকার কারণে প্রায়ই দুর্ঘটনাসহ এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে। যা মোটেও কাম্য নয়। তাই অবিলম্বে সন্ধ্যার মধ্যেই এই বাসস্টান্ড এলাকা থেকে সকল সিএনজি ও অটোরিকশা চালকদের সড়িয়ে তাঁদের স্টান্ড অন্যত্রে স্থানান্তরের শর্ত দেওয়া হয়েছে।
এছাড়াও সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত যাতে কোনো সিএনজি অভ্যন্তরীণ রুটে রিজার্ভ ছাড়া চলাচল করতে না পারে সেটিও নিশ্চিত করতে বলা হয়েছে। এসব শর্তে সাড়ে ৯ ঘণ্টা বন্ধের পর আপাতত বাস চলাচল স্বাভাবিক করা হয়েছে। শর্ত পূরণে ব্যত্যয় ঘটলে আগামীতে আবারও বাস চলাচল বন্ধ রাখা হবে বলে জানান শ্রমিক ইউনিয়নের এই নেতা।
news24bd.tv/তৌহিদ