‘আন্দোলনকারীদের প্রতি আমাদের সমর্থন রয়েছে’

মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।

‘আন্দোলনকারীদের প্রতি আমাদের সমর্থন রয়েছে’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের কালো ইতিহাসধারী যুক্তরাষ্ট্র আবারো ইরানের জনগণের প্রতি সমর্থনের ঝাণ্ডা হাতে নিয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক টুইটার বার্তায় লিখেছে, ইরানের রাজপথে আন্দোলনকারীদের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন ছিল এবং আছে।

এর আগে গত ২৩ জুলাই মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এক বক্তব্যে তার ভাষায় ইরানের রাজপথে আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানিয়ে বলেন, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের আন্দোলনকারীদের পাশে থাকবে।

মার্কিন প্রশাসন বর্তমানে কথিত আন্দোলনকারীদের প্রতি সমর্থন দিয়ে ইরানে নিরাপত্তাহীনতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে।

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৮ মে পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন এবং ঘোষণা করেন পরে ছয় মাসের মধ্যে ইরান বিরোধী আমেরিকার একতরফা নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হবে।

এর প্রতিক্রিয়া ব্যক্ত করেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

গত ২৭ জুন এক বক্তব্যে রুহানে বলেন, ইরানি জনগণ কখনো যুক্তরাষ্ট্র আগ্রাসী মনোভাবের কাছে মাথানত করেনি। ভবিষ্যতেও করবে না।

ইরান বহুবার আমেরিকার ষড়যন্ত্র নস্যাত করেছে এবং এবারও ওয়াশিংটনের ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)
 

সম্পর্কিত খবর