চূড়ান্ত হয়ে গেছে বাংলাদেশের টি২০ বিশ্বকাপ দল। আজ দুপুরে নির্বাচকরা ১৫ সদস্যর দল ঘোষণা করেছে। সেই দল নিয়ে এখনও হচ্ছে আলোচনা-সমালোচনা। এর মধ্যেই বাংলাদেশের টি২০ দলের টেকনিক্যাল কনসালটেন্ট হওয়ার পর প্রথম সংবাদ সম্মেলন করলেন শ্রীধরন শ্রীরাম।
মিরপুরে সেই সংবাদ সম্মেলনে বিশ্বকাপ দল এবং বাংলাদেশের টি২০ ভবিষ্যৎ নিয়েই বেশি কথা বলেছেন অস্ট্রেলিয়া প্রবাসী এই ভারতীয় কোচ। শ্রীরাম সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আপাতত পারফরম্যান্স না, তিনি নজর রাখছেন কারা দলের ওপর ইমপ্যাক্ট রাখছেন। যারা রাখছেন তাদেরই দেওয়া হচ্ছে গুরুত্ব।
মূলত নাজমুল হোসেন শান্তকে নিয়ে কথা বলতে গিয়েই নিজের এই অভিমতের কথা জানান শ্রীধরন শ্রীরাম।
মাত্র একদিন শান্তর ব্যাটিং দেখেই তার ওপর যেন ফিদা হয়ে গেছেন শ্রীরাম। তাই তো ব্যাটার শান্ত ‘লেটার মার্ক’ পেলেন দলের টেকনিক্যাল কনসালটেন্টের কাছ থেকে, ‘আমি মনে করি সে (শান্ত) অনেক ভালো খেলোয়াড়। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রয়োজনীয় টেম্পারমেন্ট ওর আছে। আমি অল্পবিস্তর যা ব্যাটিং করতে দেখেছি, আমার মনে হয়েছে ওর সেই টেম্পারমেন্ট আছে। ’
এরপর ইমপ্যাক্টের ব্যাখ্যা দেন শ্রীরাম। তার মতে, টি২০ ফরম্যাটে পারফরম্যান্সের গুরুত্ব নেই বললেই চলে। শ্রীরাম বলেন, ‘এখন পারফরম্যান্স খুঁজে লাভ নেই। আমার মতে টি২০ পারফরম্যান্স ওভাররেটেড বিষয়। নিয়মিত পারফর্ম করেও সবসময় ম্যাচ জেতা যায় না। কিন্তু যত বেশি খেলোয়াড় ম্যাচে ইমপ্যাক্ট রাখবে, ম্যাচ জেতার সুযোগ বেড়ে যাবে। ’
এই ইমপ্যাক্টের উদাহরণ তিনি মোসাদ্দেক হোসেন সৈকতকে দিয়েই দিয়েছেন। এশিয়া কাপে ভানিন্দু হাসারাঙ্গা মাহমুদউল্লাহ রিয়াদের উইকেট তুলে নেওয়ার পরও ওই ওভারে চড়াও হন মোসাদ্দেক। তুলে নেন ১২ রান। চাপকে মোসাদ্দেকের এমন তুড়ি মারাই ম্যাচে প্রভাব ফেলেছিল। বাংলাদেশ পেয়েছিল ১৮৩ রানের পুঁজি।
শ্রীরাম তাই মোসাদ্দেকের মতো খেলোয়াড়দেরই খুঁজছেন, ‘রিয়াদ আউট হওয়ার পর মোসাদ্দেক যেভাবে হাসারাঙ্গার ওভারে চড়াও হয়ে ১২ রান নিয়ে নিলো, সেটি হলো ইমপ্যাক্ট। আমাদের এখন এমন খেলোয়াড় খুঁজতে হবে যারা ম্যাচে ইমপ্যাক্ট রাখবে। আমি যেটা খুঁজছি, সেটা হলো ইমপ্যাক্ট। আমি এখন পারফরম্যান্স খুঁজছি না। বাংলাদেশ যেমন দল, তাতে ৭-৮ জন ইমপ্যাক্ট ফেলতে পারলেও জিতে যাবে। তো ১৭-১৮ বলে ২৫-৩০ রান করতে পারলে সেটিই আমার জন্য ইমপ্যাক্ট। ’
news24bd.tv/সাব্বির