রিচা চাড্ডা-আলী ফজলের বিয়ের এক মাস বাকী। অথচ এর আগে ফটোশ্যুট হয়েছে কয়েক দফা। তবে তারকা দম্পতির এই বিয়ের সবথেকে বড় চমক ভেন্যু। দিল্লী থেকে তিন ঘণ্টার দূরত্বে দিল্লি-জয়পুর হাইওয়ের কাছে একটি রাজকীয় ঐতিহ্যবাহী দুর্গ বেছে নিয়া হয়েছে বিয়ের আগের অনুষ্ঠানের জন্য।
জানা গেছে দেশের সবচেয়ে পুরনো ক্লাব হিসাবে পরিচিত এই প্রাসাদ। যেটা ১৯১৩ সালে প্রতিষ্ঠিত হয়। বিয়ের আগে এক আয়োজন হবে এখানে।
এক প্রতিবেদনে আনন্দবাজার জানায়, পরিবার পরিজনকে নিয়েই বসবে বিয়ের আসর। ২০১৯ সালে রিচা আর আলির এনগেজমেন্ট হয়। ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে বিয়ের পরিকল্পনা করেছিলেন। কিন্তু করোনা পরিস্থিতির জন্য বিয়ের অনুষ্ঠান পিছিয়ে যায়। নিমন্ত্রিতের তালিকায় কতজন থাকতে পারে সেই বিষয়টিও ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে। দুই তারকার যুগলবন্দীতে হাজির হওয়ার কথা রয়েছে ৩৫০ থেকে ৪০০ জন নিমন্ত্রিত অতিথির।
উল্লেখ্য থ্রি ইডিয়টস, ফুক্রে ও অলওয়েস কাভি কাভি সিনেমায় অভিনয় করে ব্যাপক পরিচিতি লাভ করেন আলি ফজল। এরপর ২০১৫ সালে তিনি মার্কিন চলচ্চিত্র ফিউরিয়াস ৭ এ অভিনয় করেন তিনি। সবশেষ তাকে আকাশছোঁয়া জনপ্রিয়তা এনে দেয় 'মির্জাপুর' সিরিজটি। যেখানে ভয়ঙ্কর এক গ্যাংস্টারের ভূমিকা পালন করেন আলী।
news24bd.tv/FA