আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে চাল আমদানির দরপত্র জমা দেওয়ার সময়সীমা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের তারিখ থেকে ৪২ দিনের পরিবর্তে ১৫ দিন করা হয়েছে।
আজ বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই অনুমোদন দেওয়া হয়।
এ বিষয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য ২টি প্রস্তাব উত্থাপন করা হলে দুটি প্রস্তাবেরই নীতিগত অনুমোদন দেওয়া হয়।
এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল বারিক বলেন, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে চাল আমদানির জন্য দরপত্র দাখিলের সময়সীমা কমানো হয়েছে। এছাড়া খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর কর্তৃক সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিএমপি) রপ্তানিকারক দেশ থেকে ৪ লাখ মে.টন চাল কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
news24bd.tv/হারুন