রাজধানীর দক্ষিণ কেরাণীগঞ্জে থেকে ইয়াবাসহ তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তিন হাজার ৪৫৩টি ইয়াবা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় সাড়ে ১০ লাখ টাকা।
আজ বুধবার উপজেলার হাসনাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন ধরে কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্য মাদক দ্রব্য সরবরাহ করতেন।
র্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।