ভোলায় ধর্ষণ মামলায় ১৮ বছর পর দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি দুই লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় এক আসামি আদালতে উপস্থিত ও অপরজন পলাতক ছিল।
বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১টায় ভোলা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক জেলা ও দায়রা জজ নূরুল আলম মোহাম্মদ নিপু এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন মো. সেলিম ও নাসিম।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট মো. হুমাইয়ুন কবির। তিনি জানান, ২০০৪ সালের ৬ জুন রাতে ওই নারী তার মায়ের সঙ্গে ঘুমাচ্ছিলেন।
news24bd.tv/কামরুল