সেবা গ্রহীতাকে হয়রানি, ক্ষমা চাইলেন পাসপোর্ট কর্মকর্তা

সেবা গ্রহীতাকে হয়রানি, ক্ষমা চাইলেন পাসপোর্ট কর্মকর্তা

নাটোর প্রতিনিধি

নাটোর পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক আলী আশরাফ আদালতে হাজির হয়ে সেবা গ্রহীতাকে হয়রানির জন্য নিঃস্বার্থ ক্ষমাপ্রার্থনা করেছেন। আদালতের নির্দেশনা মোতাবেক বুধবার সকাল ৯টায় তিনি আদালতে হাজির হন। পরে দুপুর দুইটার দিকে শুনানি শেষে আদালত পরে আদেশ দেবেন বলে জানায়।

আদালত সূত্রে জানা যায়, আইডি কার্ডে জন্মস্থান সংক্রান্ত ভুলের কারণ দেখিয়ে মোছা. রওশন আরা বেগম নামে এক পাসপোর্ট গ্রহীতাকে হয়রানির ঘটনায় ওই নারী আদালতের দ্বারস্থ হন।

তার আভিযোগের প্রেক্ষিতে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোসলেম উদ্দীন এক আদেশে পাসপোর্ট অফিসের সহকারি পরিচালককে আদালতে হাজির হয়ে সেবা প্রত্যাশীদের হয়রানির বিষয়ে ব্যাখ্যা দেবার আদেশ দেন। আদেশে ১৪ সেপ্টেম্বর নাটোর পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক আলী আশরাফের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেওয়া হবে না সশরীরে হাজির হয়ে আদালতেকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্দেশনা মোতাবেক আলী আশরাফ আদালতে হাজির হয়ে তার ভুলের জন্য নিঃস্বার্থ ক্ষমা চান। আদালত এ বিষয়ে পরে আদেশ দেবেন বলে জানান।

নাটোর পাসপোর্ট অফিসের দুর্নীতি ও সেবা গ্রহীতাদের অব্যাহত হয়রানির বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার হলে গত ৪ জুলাই একটি তদন্ত কমিটি হলেও দুইমাসেও তা আলোর মুখ দেখেনি।

নাটোর পাসপোর্ট অফিসের দুর্নীতি ও সেবা গ্রহীতাদের অব্যাহত হয়রানির বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার হলে গত ৪ জুলাই একটি তদন্ত কমিটি হলেও দুইমাসেও তা আলোর মুখ দেখেনি।

news24bd.tv/তৌহিদ