সৌদিতে অসুস্থদের হুইল চেয়ার সার্ভিস দিবে বাংলাদেশ দূতাবাস

সংগৃহীত ছবি

সৌদিতে অসুস্থদের হুইল চেয়ার সার্ভিস দিবে বাংলাদেশ দূতাবাস

অনলাইন ডেস্ক

অসুস্থ থাকলেও এতদিন সেবা নিতে সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসে গিয়ে হুইল চেয়ার সুবিধা পেত না দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। তবে এখন থেকে অসুস্থ ও শারীরিক প্রতিবন্ধী সৌদি প্রবাসীরা হুইল চেয়ার সুবিধা পাবেন। দেশটিতে হুইল চেয়ার সার্ভিস শুরু করেছে সৌদির রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের পক্ষ থেকে এ হইল চেয়ারের ব্যবস্থা করা হয়।

যারা গুরুতর অসুস্থ, শারীরিক প্রতিবন্ধী তারা চাইলেই এখন থেকে এই সুবিধা নিতে পারবেন। প্রবাসীদের সুবিধার্থে দূতাবাসের গেটেই একটি হুইল চেয়ারের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে গাড়ি থেকে নেমেই হুইল চেয়ারে করে সেবা প্রদানের স্থানে যেতে পারেন প্রবাসীরা।

হুইল চেয়ার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূতাবাসের মিশন উপপ্রধান আবুল হাসান মৃধা, কাউন্সিলর শ্রম রেজা-ই রাব্বি, প্রথম সচিব মোঃ আলমগীর হোসেন ও প্রথম সচিব প্রেস মোহাম্মদ ফখরুল ইসলাম।

উল্লেখ্য, প্রবাসী বাংলাদেশীদের মধ্যে সৌদি আরবে সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশি বসবাস করেন।

এছাড়াও প্রতি বছর দেশটিতে হজ্জ করতে যান লাখো ধর্মপ্রাণ বাংলাদেশি। যাদের নানা কাজে প্রতিদিনই যেতে হয় সৌদিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে। যাদের সেবা দিতেই চালু হয়েছে হুইল সার্ভিস সেবা।

news24bd.tv/আমিরুল