সেরেনাকে কোর্টে ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তার বড় বোন 

সংগৃহীত ছবি

সেরেনাকে কোর্টে ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তার বড় বোন 

অনলাইন ডেস্ক

এবারের ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে বাদ পড়েন সেরেনা উইলিয়ামস। এরপরই পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী ঘোষণা দেন অবসরের। ইতি টানেন ২৭ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের। তবে এখনও এ মাসেই ৪১-এ পা দিতে যাওয়া সেরেনা নাকি যেকোনো সময় ফিরতে পারেন কোর্টে!

অবসর ঘোষণার সময়ই একটা কিন্তু রেখে দিয়েছিলেন সেরেনা।

তবে কি সত্যিই অবসর ভেঙে কোর্টে ফিরবেন এই মার্কিন কিংবদন্তি। আপাতত সেই সম্ভাবনার কথা মোটেও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কেননা সেরেনা নিজেই যে বুঝছেন না, কী করবেন।

সেরেনার দ্বিধা-দ্বন্দ্বে ভোগার বড় কারণে আমেরিকার ন্যাশনাল ফুটবল লিগ খেলোয়াড় টম ব্র্যাডি।

বয়স ৪৫ হয়ে গেলেও এখনও তরুণদের সঙ্গে পাল্লা দিয়ে খেলে যাচ্ছেন ব্র্যাডি। যা দেখে অনুপ্রাণিত উন্মুক্ত যুগে রেকর্ড ২৩ গ্র্যান্ড স্লাম জয়ের মালিক। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেরেনার টেনিসে ফেরা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। উত্তরে তিনি বলেছেন, ‘কেউ বলতে পারে না (কী হয়)। তবে এতটুক বলতে পারি ব্র্যাডি একটা দারুণ উদাহরণ তৈরি করেছেন। ’

আগামী ২৬ সেপ্টেম্বর ৪১ বছরে পা রাখবেন সেরেনা। তাই বড় বোন ভেনাস উইলিয়ামসও তাকে কোর্টে ফেরার জন্য সমানে বোঝাচ্ছেন। এ নিয়ে সেরেনা বলেছেন, ‘ভেনাস এখনও আমাকে রাজি করাতে পারেনি। আমাকে তাতানোর খুবই চেষ্টা করছে। আমি সিদ্ধান্ত পরিবর্তন করিনি। এখন পর্যন্ত তাকে উত্তরে না-ই বলেছি। ’

বিদায়ের ঘোষণা দিলেও টেনিস নিয়ে আবেগ বিন্দুমাত্র কমেনি সেরেনার। তিনি বলেছেন, ‘আমার মতে টেনিস আমাকে অনেক দিয়েছে। যদিও আগামী দিনে আর টেনিসের সঙ্গে জড়িত থাকতে পারব বলে মনে হচ্ছে না। তেমন সম্ভাবনা দেখছি না। জানি না পারলেও কতটা এবং কীভাবে যুক্ত থাকতে পারব। যদিও টেনিসকে আমি খুবই ভালোবাসি। টেনিসের সব কিছুই ভালোবাসি আমি। টেনিস আমার জীবনকে আলোকিত করেছে। আমাকে প্রশ্ন করা হলে অবশ্যই বলব, যেকোনোভাবে টেনিসের সঙ্গে যুক্ত থাকতে চাই। ’

news24bd.tv/সাব্বির