ফোর-জি ও থ্রি-জি সেবা সাময়িক বন্ধ

প্রতীকী ছবি

ফোর-জি ও থ্রি-জি সেবা সাময়িক বন্ধ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় গুজব রোধে মোবাইল ইন্টারনেটের ফোর-জি ও থ্রি-জি সেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় এ নির্দেশ দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এরপর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গ্রাহকেরা মোবাইল ইন্টারনেট ব্যবহারে ভোগান্তিতে পড়েন। বিটিআরসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, একটি মহল সোশ্যাল মিডিয়ায় গুজব ও বিভ্রান্তি ছড়িয়ে শিক্ষার্থীদের আন্দোলনকে সহিংস পর্যায়ে নিয়ে যাওয়ার অপচেষ্টা চালাচ্ছে। ইন্টারনেটের গতি কমিয়ে গুজবের লাগাম টানতে পুলিশের পরামর্শে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

এ ব্যাপারে বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক বলেন, অনেক সময় সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে বিটিআরসির সংশ্লিষ্ট বিভাগকে অনেক নির্দেশনা বাস্তবায়ন করতে হয়। কিছু জায়গায় নেটওয়ার্কের কারণে মোবাইল ইন্টারনেট পেতে সমস্যা হতে পারে, সেটা পুরোপুরি বন্ধের মতো না।

(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

 

সম্পর্কিত খবর