পরীক্ষার হলে মোবাইল ফোন, চার শিক্ষক প্রত্যাহার
পরীক্ষার হলে মোবাইল ফোন, চার শিক্ষক প্রত্যাহার

পরীক্ষার হলে মোবাইল ফোন, চার শিক্ষক প্রত্যাহার

অনলাইন ডেস্ক

এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে (১৭ সেপ্টেম্বর) হলে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করার অভিযোগে চার শিক্ষককে দায়িত্ব থেকে প্রত্যাহর করা হয়েছে। তারা সবাই কুমিল্লার বরুড়া উপজেলার বাতাইছড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।

শনিবার এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালীন বাতাইছড়ি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কক্ষে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করেন চার শিক্ষক। এ অভিযোগে তাদের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।

প্রত্যাহর হওয়া শিক্ষকরা হলেন- মুগগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হোসেন চৌধুরী, হরিপুর আগানগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল আউয়াল, মো. হাসান সাইদ ও শিলমুড়ি রাজ রাজেশ্বরী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয় চন্দ্র দে। এছাড়া পরীক্ষায় অসাদুপায় অবলম্বন করায় একই কেন্দ্রের পরীক্ষার্থী মো. আরমান হোসাইন উজ্জ্বল নামে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাতাইছড়ি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব মোহাম্মদউল্লাহ বলেন, পরীক্ষার কক্ষে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা নিষেধ আছে। তারা চারজনই সেটি নিয়ে পরীক্ষার হলে প্রবেশ ও দায়িত্বে অবহেলা করেছেন।

তাদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না মর্মে তিন দিনের মধ্যে জবাব দিতে কারণ দর্শানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা আফরিন মুস্তাফা বলেন, পরীক্ষা চলাকালীন আমরা বিভিন্ন কেন্দ্রে পরিদর্শনে যাই। পরীক্ষার হলে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করায় ওই চার শিক্ষককে প্রত্যাহারের জন্য কেন্দ্র সচিবকে বলা হয়েছে।

news24bd.tv তৌহিদ