জর্ডানে ভবন ধস: ধ্বংসস্তুপ থেকে ১৪ মরদেহ উদ্ধার 
জর্ডানে ভবন ধস: ধ্বংসস্তুপ থেকে ১৪ মরদেহ উদ্ধার 

সংগৃহীত ছবি

জর্ডানে ভবন ধস: ধ্বংসস্তুপ থেকে ১৪ মরদেহ উদ্ধার 

অনলাইন ডেস্ক

জর্ডানের রাজধানী আম্মানে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে আরও একজন নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এতে করে গত মঙ্গলবারের ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।  

দেশটির জননিরাপত্তা বিভাগ শনিবার (১৭ সেপ্টেম্বর) অনুসন্ধান ও উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষণা করেছে। শনিবার যে নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে তিনি নিখোঁজদের তালিকায় সর্বশেষ ছিলেন।

ভবনটি ধসে পড়ার সময় সেখানে অন্তত ২৫ জন ছিলেন বলে সরকার জানিয়েছে।

জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, আম্মানের এল-লুওয়েবদেহ পাড়ায় চারতলা আবাসিক ভবনটি মঙ্গলবার ভেঙে পড়ে।  এতে ১৪ জন মারা গেছেন এবং ১৩ জন আহত হয়েছেন।

বেসামরিক প্রতিরক্ষা প্রধান হাতেম জাবের জানান, কমপক্ষে ৩৫০ জন সিভিল ডিফেন্স উদ্ধারকারী কংক্রিট স্ল্যাব অপসারণ এবং ধ্বংসাবশেষ অপসারণে কাজ করছেন।

৮৫ ঘণ্টাব্যাপী এই উদ্ধার অভিযান চলে।  

আম্মানের প্রসিকিউটর জেনারেল ঘটনার তদন্ত শুরু করেন এবং ভবনের মালিকের পাশাপাশি রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত ঠিকাদারদের আটকের নির্দেশ দেন।

সূত্র: আরব নিউজ

news24bd.tv/ইস্রাফিল