রাশিয়ান নাগরিকদের ওপর ভ্রমণে নিষেধাজ্ঞা দেবে না অস্ট্রেলিয়া। রবিবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লস বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
যুদ্ধ শুরুর পর রাশিয়ার অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে অস্ট্রেলিয়া। একইসাথে ইউক্রেনকে সামরিক ও মানবিক সহায়তা প্রদান করেছে দেশটি।
রাশিয়ান নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দেয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে মার্লস বলেন, আমাদের লক্ষ রাশিয়ার সরকার, রাশিয়ার জনগণ নয়। তিনি এবিসি টেলিভিশনকে বলেন, আমরা এই মুহূর্তে আমরা রাশিয়ান নাগরিকদের ওপর ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়ার কথা চিন্তা করছি না।
এর আগে ৩৮৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার সামরিক সহায়তার অংশ হিসেবে ইউক্রেনকে ৬০টি বুসমাস্টার্স এবং ২৮টি M113AS4 সাঁজোয়া যান দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি।
news24bd.tv/আজিজ