অন্য দিনের মতই স্বাভাবিক ভাবেই কাটছিলো আমেরিকার ওমাহা প্রদেশের স্যাম কারির দিন। আচমকা দেখলেন গুগল থেকে তার অ্যাকাউন্টে কয়েক কোটি টাকা এসেছে! যা দেখে স্বাভাবিক ভাবেই চক্ষু চড়কগাছ হবার উপক্রম। টাকার অঙ্কটা প্রায় ২ লক্ষ ৫০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা।
এক সঙ্গে এত টাকা পেয়ে খানিকটা ঘাবড়েও গিয়েছিলেন স্যাম। এই ঘটনা গত বুধবার টুইট করেছেন তিনি। তবে এত টাকা পেয়ে উল্লসিত হননি তিনি।
টুইটারে তিনি লিখেছেন, ‘তিন সপ্তাহেরও বেশি হয়ে গেল, গুগল আমায় ২ লক্ষ ৪৯ হাজার মার্কিন ডলার পাঠিয়েছে। কোনও কি উপায় রয়েছে গুগলের সঙ্গে যোগাযোগ করার?’ সেই সঙ্গে তিনিও এ-ও লেখেন যে, যদি টাকা ফেরত চান, তাতে কোনও সমস্যা নেই।
নিউজউইকের প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, স্যাম ‘বাগ বাউন্টি হান্টার’ হিসাবে কাজ করেন। গুগলের মতো বিভিন্ন সংস্থায় সফটওয়্যারে নিরাপত্তা সংক্রান্ত ফাঁকফোকড় থাকলে তা খুঁজে বের করেন স্যাম। কিন্তু তাঁর এই অপ্রত্যাশিত ভাবে অর্থ প্রাপ্তির নেপথ্যে এই কাজের কোনও সংযোগ নেই বলেই জানিয়েছেন তিনি।
এই কাণ্ড প্রকাশ্যে আসার পরই নড়েচড়ে বসেছে গুগল। ভুলবশত যে ওই ব্যক্তির অ্যাকাউন্টে তাঁরা টাকা পাঠিয়েছেন বলে জানিয়েছে গুগল কর্তৃপক্ষ। সংস্থার এক মুখপাত্র বলেছেন, ‘ভুলবশত আমরা ওই ব্যক্তির অ্যাকাউন্টে অর্থ পাঠিয়েছি। ওই ব্যক্তিকে সাধুবাদ জানাই যে, তিনি দ্রুত বিষয়টি উত্থাপন করেছেন। আমরা ভুল শুধরে নেব। ’ স্যামের থেকে টাকা যে ফিরিয়ে নেওয়া হবে, সে কথাও জানিয়েছে গুগল।
news24bd.tv/আজিজ