র্যাবের এএসপি পলাশ সাহার আত্মহত্যার ঘটনায় স্ত্রী সুস্মিতা সাহা ও মা আরতি সাহা একে অন্যের দিকে আঙুল তুলে দোষারোপ করেছেন। এই ঘটনায় সংবাদমাধ্যমে সম্প্রতি মুখ খুলেছেন পলাশের স্ত্রী সুস্মিতা। যেখানে তিনি দাবি করেছেন, ওর (পলাশ সাহা) মা আমাকে সংসার করতে দেয়নি। আমার স্বামী আমার হাতের রান্না ভালো খেতো বলে আমার শাশুড়ি আমার রান্নাবান্না করা বন্ধ করে দিলো। আমার শাশুড়ির পরিকল্পনা ছিলো ছেলে বিয়ে করবে, তাড়াতাড়ি বাচ্চা হয়ে যাবে, বউ সংসার আর বাচ্চা নিয়ে থাকবে, আর সে তার ছেলেকে নিয়ে থাকবে। শুধু তাই নয়, সুস্মিতা সাহা আরও দাবি করেন- বিয়ের ৬-৭ মাস পর থেকে পলাশকে বলা শুরু করি, কোনো সমস্যা বা তোমার মানসিকতা এমন কেন, তুমি পছন্দ করে এনেছো, আমি তো হেঁটে আসিনি। তোমার কি ইচ্ছা করে না, বউকে নিয়ে একটু থাকি বা বউকে আলাদা করে একটু সময় দেই। কিন্তু ও বলতো বউকে আলাদা করে সময় দেয়ার কি আছে,...
‘হানিমুনেও নাকি মাকে নিয়ে যাইতে হয়’
অনলাইন ডেস্ক

মঞ্চে অজ্ঞান অভিনেতা, নেয়া হয়েছে হাসপাতালে
অনলাইন ডেস্ক

জনপ্রিয় তামিল অভিনেতা বিশাল সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে হঠাৎ মঞ্চেই অজ্ঞান হয়ে পড়েন। ঘটনাটি ঘটে তামিলনাড়ুর ভিল্লুপুরমে, মিস কুভাগাম ২০২৫ নামের একটি সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশাল। ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের জন্য আয়োজিত এ প্রতিযোগিতা ছিল তামিল মাস উৎসবের অংশ। ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায়, ঘটনার সময় বিশাল হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে যান এবং মঞ্চেই জ্ঞান হারান। সঙ্গে সঙ্গে উপস্থিত আয়োজক ও দর্শকরা তাকে তাৎক্ষণিকভাবে কাছাকাছি একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসার পর জানা গেছে, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। এর আগেও চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এই অভিনেতা। সেবার বেশ কিছুদিন হাসপাতালে কাটিয়ে সুস্থ হয়ে ওঠেন। তবে তার...
কানের পর্দা উঠছে আজ
অনলাইন ডেস্ক

চলচ্চিত্র বিশ্বের অন্যতম সম্মানজনক আয়োজন কান চলচ্চিত্র উৎসব। ফ্রান্সের কান শহরের পালে দ্য ফেস্টিভ্যাল ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের ৭৮তম আসর। আজ মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে (বাংলাদেশি সময় রাত ১১টা ১৫ মিনিট) শুরু হবে কানের উদ্বোধনী আয়োজন। জমকালো এই আয়োজন চলবে আগামী ২৫ মে পর্যন্ত। এরই মধ্যে বিশ্বের সিনেমাপ্রেমীরা পৌঁছে গেছেন কান সমুদ্রসৈকতে। উদ্বোধনী আসরে সম্মানজনক পাম দর পুরস্কার প্রদান করা হবে অভিনেতা রবার্ট ডি নিরোকে। এই সম্মাননা গ্রহণ করতে পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়ের প্রেক্ষাগৃহে হাজির থাকবেন তিনি। উদ্বোধনী চলচ্চিত্র নির্বাচিত হয়েছে আমেলি বোনাঁর লিভ ওয়ান ডে। এটি নির্মাতার প্রথম ছবি। এবারের উৎসবে অফিসিয়াল সিলেকশনে জায়গা পেয়েছে ২২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, ১১টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।...
‘মাত্র ২১ বছর বয়সে কোথায় যাচ্ছি, কী হবে, জানতাম না’
অনলাইন ডেস্ক

বিশ্ববিখ্যাত ফরাসি অভিনেত্রী এবার জুলিয়েট বিঞ্চ এবারের ৭৮তম কান চলচ্চিত্র উৎসব ২০২৫-এ জুরি সভাপতির দায়িত্বে রয়েছেন। তিনি বলেন, মাত্র ২১ বছর বয়সে, Rendez-vous ছবির জন্য প্রথমবার কানের মঞ্চে পা রেখেছিলাম। তখন মানুষের ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা ছিল প্রবল। আমি জানতাম না কোথায় যাচ্ছি, কী হবে। তবু হ্যাঁ বলেছিলাম জীবনের সব ডাককে। এবারও এসেছি। ফ্রান্স ইন্টারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। উৎসবে অংশ নিতে গত ১২ মে উৎসব শহর লা ক্রোয়াজ়েতে পা রাখেন বিঞ্চ। এর আগে ২০১০ সালে আব্বাস কিয়ারোস্তামির Copie conforme ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য এই উৎসবেই সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন তিনি। সাক্ষাৎকারের প্রথমেই তিনি বলেন, আমি যেন এখানেই জন্মেছিলাম। চলচ্চিত্র নিয়েই জন্মেছিলাম। তবে সাংবাদিকরাই আমাকে এখানে আজকের এই অবস্থানে তুলে এনেছিল। ৪০ বছরের স্মৃতি রোমন্থন...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর