বাংলাদেশ বিদেশি ঋণ নিয়ে কোনো ঝুঁকিতে নেই উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সহজ শর্তের ঋণ আরও নিতে চায় সরকার।
রোববার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে বৈদেশিক ঋণে সুশাসন বিষয়ক এক অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন। তবে ঋণের শর্তগুলো ভালোভাবে যাচাই-বাছাই করে এগোনোর কথাও বলেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘ঋণ নেয়ার ক্ষেত্রে প্রথমদিকে আমাদের অভিজ্ঞতা কম ছিল, তখন দারিদ্র বেশি থাকায় আমরা হাত পেতে যা পেয়েছি তা নিয়েছি।
মন্ত্রী আরও বলেন, সম্ভাব্যতা যাচাই ছাড়া বর্তমানে কোনো ঋণ নেয়া হচ্ছে না। কয়েক বছর আগে এটা প্রায় ভুলেই গিয়েছিলাম, স্বীকার করছি। তবে এখন অত্যন্ত সচেতন আমরা।
এম এ মান্নান বলেন, ‘ঋণ নিতে আমার কোনো ভয় নেই, তবে হিসাব করে বুঝে-শুনে নিতে হবে। ঋণ থেকে যেন উৎপাদন পাই, যেটা পরিশোধও করতে পারব, আবার কিছু আমার ইকোনমিকে দিয়ে যাবে। সে হিসেবে আমি আজ বলছি, প্ল্যানিং মিনিস্টার হিসেবে, নাগরিক হিসেবে বয়োজ্যেষ্ঠ নাগরিক হিসেবে, ভয়ের কোনো বিষয় নেই। কেউ কেউ ভয় দেখান, নেকড়ে নেকড়ে বলেন, এটা সত্য নয়। ’
সেমিনারে উপস্থিত ছিলেন, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, ইআরডি সচিব শরীফ খান, পরিকল্পনা সচিব মামুন আল রশীদ, আইএমইডি সচিব আবুহেনা মোরশেদ জামান প্রমুখ।
news24bd.tv/ইস্রাফিল