আতঙ্কে তুমব্রু সীমান্তের মানুষ: বীর বাহাদুর

বীর বাহাদুর উশৈসিং (ছবি: সংগৃহীত)

আতঙ্কে তুমব্রু সীমান্তের মানুষ: বীর বাহাদুর

অনলাইন ডেস্ক

মিয়ানমারের মর্টার হামলার ঘটনায় বান্দরবানের তুমব্রু সীমান্তের মানুষ আতঙ্কে আছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। তিনি বলেন, ‘ওই এলাকায়  আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি রয়েছে। পুরো এলাকায় তৎপর রয়েছে স্থানীয় প্রশাসন। স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি।

রোববার (১৯) নিউজ টোয়েন্টি ফোরকে এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রী।  

মন্ত্রী বলেন, ‘ওই দিনের ওই মর্টার শেলের আওয়াজ শুনে নাইখ্যাংছড়ির লোকজনের মধ্যে আতঙ্ক থাকা স্বাভাবিক। স্কুলের ছেলেমেয়েদের মধ্যে আতঙ্ক কাজ করছে। আমরা সার্বক্ষণিক খোঁজ রাখছি।

প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী তদারকি অব্যাহত রেখেছে। আমাদের সেনাবাহিনী অ্যালার্ট আছে। ’ 

news24bd.tv/ইস্রাফিল