২০৩০ সালের মধ্যে দেশের মানুষের মাথাপিছু আয় পাঁচ হাজার ডলার ছাড়াবে বলে দাবি করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। রাজধানীর শাহাবাগে চতুর্থ শিল্পবিপ্লব নিয়ে এক সেমিনারে রোববার (১৮ সেপ্টেম্বর) এ দাবি করেন তিনি। বেসরকারি প্রতিষ্ঠান আদর্শ প্রাণিসেবা লিমিটেড এই সেমিনারের আয়োজন করে।
কৃষিমন্ত্রী বলেন, ‘দেশের ২০ শতাংশ মানুষ এখনো দারিদ্র সীমার নিচে বসবাস করছে।
তিনি আরও বলেন, ‘কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং গবাদি পশুর বীমা ও ঋণ সেবা চালু করতে হবে। সহজ শর্তে কৃষকদের ঋণ সুবিধা চালু করতে হবে।
এ সময় কৃষকদের ঋণ দিতে আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান আব্দুর রাজ্জাক।
news24bd.tv/মামুন