নিজের স্টাইল নিয়ে বরাবরই সচেতন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। বাজে সময় দূরে ঠেলে ফের ব্যাটে রাজ করা শুরু করেছেন তিনি। দু’দিন পরই অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে ভারত। সেখানে কোহলিকে নতুন রূপে দেখতে পাবে তার ভক্ত সমর্থকরা।
বরাবরই চুলের স্টাইল নিয়ে পরীক্ষা করতে পছন্দ করেন কোহলি। বিশেষ করে ক্রিকেট সিরিজ শুরুর আগে।
আর সবার মতোই অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে টিম ইন্ডিয়া। তার আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ খেলে নিজেদের ঝালিয়ে নেবে রোহিত-কোহলিরা। তবে সিরিজ শুরুর আগেই হেয়ারস্টাইল আবারও লাইমলাইটে এসেছে কোহলি। বিরাট কোহলির নতুন হেয়ারস্টাইলের অনেক ছবি অনলাইনে ভাইরাল হচ্ছে।
উল্লেখ্য, সদ্য সমাপ্ত এশিয়া কাপে ফর্ম খুঁজে পেয়েছেন কোহলি। আফগানিস্তানের বিপক্ষে পেয়েছেন টি২০ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। আগামী ২০ সেপ্টেম্বর ঘরের মাঠে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলতে অজিদের বিপক্ষে মাঠে নামবে ভারত।
news24bd.tv/আমিরুল