নিমরুজ প্রদেশে নতুন একটি ট্রানজিট রুট তৈরি করতে যাচ্ছে ইরান-আফগানিস্তান। পুরনো সিল্ক ব্রিজের অপর্যাপ্ততার কারণেই নতুন এই ট্রানজিট রুট নির্মাণের কথা ভাবছে দু’দেশ।
আফগানিস্তান এবং ইরানের সীমান্তরেখার নিমরুজ প্রদেশের সিল্ক ব্রিজে গত কয়েক বছর যাবত অতিরিক্ত ভিড় লক্ষ করছে দু’দেশ। এতে ব্যাহত হচ্ছে বাণিজ্যিক পণ্য স্থানান্তর।
স্থানীয় গণমাধ্যমের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সিল্ক ব্রিজের অপর্যাপ্ততার কারণে নতুন ট্রানজিট রুটটি তৈরি করা হবে। এতে নিমরুজ প্রদেশে আফগানিস্তান ও ইরানের মধ্যে বাণিজ্যিক পণ্য স্থানান্তরের গতি বাড়বে। একই সাথে ব্যবসায়ীদের সমস্যা সমাধান এবং বাণিজ্যিক পণ্য পরিবহনের সুবিধা পাবে ব্যবসায়ীরা।
নিমরুজের ব্যবসায়ীরা নতুন ট্রানজিট রুট নির্মাণকে স্বাগত জানিয়েছেন। তাদের আশা এই উদ্যোগের মাধ্যমে বাণিজ্যিক পণ্য রপ্তানি ও আমদানির ক্ষেত্রে সমস্যা সমাধান হবে।
উল্লেখ্য, সিল্ক ব্রিজ বর্ডার ক্রসিং হল জারাঞ্জ শহর এবং ইরানের মিলাক সীমান্ত ক্রসিংয়ের মধ্যে একমাত্র সংযোগ। এই সেতুর অর্ধেক ইরানের মাটিতে এবং বাকি অর্ধেক আফগানিস্তানের অংশ।
news24bd.tv/আমিরুল