পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কট্টরপন্থী ইসলামপন্থী গোষ্ঠীর কর্মীরা একটি শিয়া মিছিলে হামলা চালিয়ে কমপক্ষে ১৩ জনকে আহত করেছে বলে জানিয়েছে, স্থানীয় পুলিশ।
এফআইআর অনুসারে, শনিবার ইমাম হোসেনের চেহলামের সাথে শিয়া মিছিলটি লাহোর থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে শিয়ালকোটের ইমামবারগাহ (মণ্ডলী হল) যাচ্ছিল। তখন হঠাৎ পিস্তল ও পাথর নিয়ে সজ্জিত একদল লোক শিয়া মিছিলকারীদের উপর হামলা করে।
চেহলাম হল একটি শিয়া ধর্মীয় অনুষ্ঠান।
এফআইআর অনুসারে, ‘টিএলপি স্থানীয় নেতারা চেয়েছিল, শিয়া মিছিলটি তাদের মসজিদ কাম সেমিনারির সামনে দিয়ে যাওয়া উচিত নয়। অন্যদিকে স্থানীয় শিয়ারা প্রতি বছরের মতো এবারও এ পথ দিয়ে ইমামবারগায় যেতে দৃঢ়প্রতিজ্ঞ ছিল।
ঘটনার পর শিয়ালকোট থানার ওসি ফয়সাল কামরান জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে হামলাকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। ৩০ জন সন্দেহভাজনের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে মামলা করা হয়েছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। সন্দেহভাজনদের গ্রেপ্তারের জন্য পুলিশের টিমও গঠন করা হয়েছে। ’
শিয়া মিছিলে হামলার বেশ কিছু ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে অনেক লোককে অস্ত্র ধারণ করে গুলি চালাতে এবং শিয়া মিছিলে অংশগ্রহণকারীদের উপর আক্রমণ করতে দেখা গেছে।
news24bd.tv/আমিরুল