টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন রুবেল
টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন রুবেল

সংগৃহীত ছবি

টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন রুবেল

অনলাইন ডেস্ক

আসন্ন অক্টোবর থেকে শুরু হতে যাওয়া জাতীয় লিগ সামনে রেখে অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন ক্রিকেটাররা। তবে ব্যতিক্রম ছিলন জাতীয় দলের এক সময়ের তারকা পেসার রুবেল হোসেন। অনুশীলনে অংশ নিচ্ছিলেন না তিনি। অবশেষে জানা গেল সাদা পোশাকের ক্রিকেটে আর ফিরবেন না বাগেরহাটের এ পেসার।

সাদা পোশাকে কখনোই খুব একটা আলো কাড়তে পারেননি রুবেল হোসেন। ১২ বছরের টেস্ট ক্যারিয়ারে আসা যাওয়ার মাঝেই থাকতে হয়েছে তাকে। ২৭ টেস্টে মাঠে নেমে ৩৬ উইকেট তুলেছেন রুবেল। যেখানে তার বোলিং গড় ৭৬.৭৭।

প্রথম শ্রেণির ক্রিকেটেও নজর কাড়তে পারেননি। ৬০ ম্যাচে তার উইকেট মোটে ৯৭। গড় ৫৪.০৩। সে কারণেই কি না অবসর নিয়ে ফেললেন রুবেল।

রুবেল জাতীয় দলের হয়ে সবশেষ খেলেছেন ২০২০ সালে পাকিস্তানের বিপক্ষে। এরপর সবশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন গত এপ্রিলে ঢাকা লিগে। এর পর ক্রিকেট থেকে কিছুটা দূরে রয়েছেন। বোলিং করছেন না দীর্ঘদিন। সামগ্রিক পরিস্থিতিতে মনে হচ্ছে তার ক্যারিয়ারে ভাটার টান। অবশেষে সেটিই সত্যি হল।

অবসরের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি রুবেল। তবে রুবেলের অবসরের বিষয়টি নিশ্চিত করে জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘প্রথম শ্রেণীর ক্রিকেট সে আর খেলতে চায় না, আমাদের কিছুদিন আগে সে বলেছিল হয়তো প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচের সময় অ্যাভেইলেবল থাকবে না। আমরা চিঠি চেয়েছি তার কাছে, তবে অফিসিয়াল মেইল এখনো পাইনি। ’

news24bd.tv/আমিরুল

এই রকম আরও টপিক